নয়াদিল্লি: ভারতীয় পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে এই প্রথম সরকারি বিবৃতি দিল নয়াদিল্লি (New Delhi)। বাণিজ্য দফতরের তরফে বিবৃতিতে বলা হল, ট্রাম্প যেসব ঘোষণা করেছেন তা তারা মনোযোগ সহকারে পর্যালোচনা করছেন।
শিল্প ও বাণিজ্য মন্ত্রক (Ministry of Commerce and Industry) জানাল, “শুল্কের মূল্যায়ন সম্পর্কে তাদের মতামত সংগ্রহ করতে এবং পরিস্থিতি বিশ্লেষণ করতে বাণিজ্য বিভাগ ভারতের শিল্প প্রতিনিধি এবং রফতানিকারক সংস্থা সহ সমস্ত অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছে। বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে, মার্কিন বাণিজ্য নীতিতে এই পরিবর্তনের ফলে উদ্ভূত সম্ভাব্য সুযোগগুলিও যাচাই করছে।”
আরও পড়ুন: মধ্যরাতে লোকসভায় পাশ মণিপুর প্রস্তাব
বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয়পক্ষের জন্য সুবিধাজনক, বহুক্ষেত্রীয় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ভারত এবং আমেরিকার বাণিজ্য দলের মধ্যে আলোচনা চলছে। এই আলোচনা এবং সমঝোতা প্রক্রিয়ার মধ্যে রয়েছে সাপ্লাই চেন, লগ্নি এবং প্রযুক্তি হাতবদলের মতো বিষয়গুলি।
আমেরিকা (USA) ভারতের (India) উপর ২৭ শতাংশ হারে ‘পাল্টা’ শুল্ক আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্কের মধ্যে রয়েছে ৫ এপ্রিল থেকে আমেরিকায় সমস্ত আমদানির উপর সর্বজনীন ১০ শতাংশ শুল্ক আরোপ, ১০ এপ্রিল থেকে অতিরিক্ত ১৭ শতাংশ প্রযোজ্য হবে। এই শুল্ক চাপানো আসলে ভারত সহ একাধিক দেশকে নিশানা করে মার্কিন মুলুকের একটি বৃহত্তর বাণিজ্য নীতির অংশ।
দেখুন অন্য খবর: